ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
রংপুর রেঞ্জ ক্রিকেটে চ্যাম্পিয়ন নীলফামারী
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১২-১০ ১০:৩৯:১৪

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ আয়োজিত আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা পুলিশ। 

শনিবার রংপুর পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা পুলিশ। 

প্রথমে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৫ ওভার ৪বলে সবকটি উইকেট হারিয়ে ৬১রান সংগ্রহ করে রংপুর জেলা পুলিশ দল। 

জবাবে নীলফামারী জেলা পুলিশ ১৬ওভার ৫বলে ৬উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। 

চ্যাম্পিয়ন দলের হয়ে ট্রপি গ্রহণ করেন নীলফামারী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স