ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩লাখ শিশুকে
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১২-১০ ১০:৩৬:৪২

নীলফামারীতে ১২ডিসেম্বর ৩লাখ ৭হাজার ৫২৯টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৫২২টি এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৬হাজার ৭টি শিশু রয়েছে। 

রবিবার বিকেলে জেলা ইপিআই সেন্টারে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল,  সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন।
 
জানানো হয় ৬ থেকে ১১মাস বয়সীদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার ১হাজার ৫৪০টি কেন্দ্রে।
 
ক্যাম্পেইন বাস্তবায়নে ১৯১জন সুপারভাইজার ও ৩হাজার ৮০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান বলেন, ১২ডিসেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। 

বিভিন্ন গণমাধ্যম কর্মরত প্রতিনিধিগন ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী