‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও সুরক্ষা এবং ন্যায় বিচার’ প্রতিপাদ্যে নীলফামারীতে মানবাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বক্তব্য দেন।
সরকারী বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।