ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭
  • এম এস সাগর, কুড়িগ্রাম:
  • ২০২৩-১২-১০ ১০:৩৪:১৭

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, উলিপুর ২, ভূরুঙ্গামারী ৪, রৌমারী ১জন এবং সিআর ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী ১, ভূরুঙ্গামারী ১, কাচাকাটা ৩জন। নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম সদর থানায় ১জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম সদর থানায় ১জন। ১৫১ধারায় গ্রেফতার ভূরুঙ্গামারী থানায় ১জন এবং ৩৪ধারায় নাগেশ্বরী থানায় ১জনসহ মোট ১৭ মজন আসামী গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপারের নির্দেশে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৭জন গ্রেফতার হয়েছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত