ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৩-১২-০৯ ০৭:৫২:০০

দিনাজপুরে আর্šÍজাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ উন্নয়ন , শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে  দূর্নীতির  বিরুদ্ধে আমরা ঐক্যবন্ধ মানববন্ধন ও আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে । 

শনিবার ( ৯ই ডিসেম্বর)  দিনাজপুর জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আই.এফ.এম শহিদুল ইসলাম খান। দূর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন , দূর্নীতি প্রতিরোধ কমিটি জেলা কার্যালয়ের সহ-সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন মুসাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। 

এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ।

জেলাা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, শুধু আইন দিয়ে নয়- দেশপ্রেম সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলনই পারে দূর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে। দূর্নীতি সব দেশেই আছে কিন্তু দূর্নীতির মাত্রা যখনই বেড়ে যায়, ঠিক তখনই সমস্যা হয়। তাই দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে অসতে হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী