ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে বেগম রোকেয়া দিবসে সন্মাননা পেলেন ১০ জন জয়িতা
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৩-১২-০৯ ০৭:৫০:২৩

দিনাজপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন উপলক্ষ্যে  সন্মাননা পেলেন ১০ জন জয়িতা।

শনিবার ( ৯ ডিসেম্বর)  দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে জয়িতাদের এই সন্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিম।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ময়নুল হক, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান সুলতানা বুলবুল। 

এছাড়াও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মারুফা বেগম, প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারন সম্পাদিকা বিলকিস আরা ফয়েজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহাসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ।

আলোচনা পর্বশেষে দিনাজপুর জেলায় বিভিন্নভাবে সাফল্য অর্জনকারী ৫জন ও সদর উপজেলার ৫ জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সংবর্ধনাপ্রাপ্ত জেলা পর্যায়ের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে ফারহা দিবা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনে শারমিন আক্তার, আনোয়ারা খাতুন, সফল জননী নারী হাফিজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় আইরিন আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফসানা আফরোজ ইমু। এছাড়াও সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন তিনি।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী