"মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই আলোর পথে” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ১২তম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় নারী পুরুষসহ ৪৩২জন প্রতিযোগী। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে ২১ কিলোমটিার পথ পাড়ি দিয়ে দৌড় শেষ হয় কান্তজিউ মন্দির প্রাঙ্গনে।
দিনাজপুর ইনষ্টিটিউটে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, আয়োজন নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহিদুল ইসলাম, ইমরুল হক ইমন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ১ ঘন্টা ১১ মিনিটে ২১ কিলোমিটার পথ দৌড়ে প্রথম হয়েছেন সিলেট বিভাগের ব্রাহ্মণবাড়িয়ারর প্রতিযোগি আশরাফুল আলম ,১ ঘন্টা ১২ মিনিট ১৪ সেকেন্ট দৌড়ে দ্বিতীয় হয়েছেন কুড়িগ্রামের আমির হোসেন আমু ও ১ ঘন্টা ১৬ মিনিট ২ সেকেন্ট দৌড়ে তৃতীয় হয়েছেন ময়নুল আহম্মেদ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় ৪৩২ জন প্রতিযোগীর দৌড় শুরুর মধ্যে দিয়ে। তবে শেষ পর্যন্ত কান্তজিউ মন্দির প্রাঙ্গনে পৌছাতে পেরেছেন ২৬৯ জন।
মেয়েদের মধ্যে সাদিয়া (১৬) ১ ঘন্টা ৪৭ মিনিট ২০ সেকেন্ট দৌড়ে প্রথম, সুমাইয়া আক্তার(১৫) ২ ঘন্টা ৭ মিনিট ৪০ সেকেন্ট দৌড়ে দ্বিতীয় এবং ফাতেমা খাতুন ( ১৬) ২ ঘন্টা ১৬ মিনিট ২০ সেকেন্ট দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।
প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৭ হাজার টাকা তৃতীয় বিজয়ীকে ৫ হাজার টাকা পুরষ্কার হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়াও ১ হাজার টাকা করে শান্তনা পুরষ্কার দেওয়া হয়েছে আরো ৭ জনকে।