মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব, রাষ্ট্রদূত ও কর্নেল (অব.) প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ এর ৩য় মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায়াত আনোয়ার উল আলমের স্ত্রী ও শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ডা. সাঈদা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ড্স ফোরামের সহ-সাংঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবুল হাসিম ভূইয়া, বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক রাহেলা জাকির, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান করিম, ডা. সাঈদা খান মহিলা কলেজের অধ্যক্ষ লাল মিয়া, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।
স্বরণ সভায় বিভিন্ন মুক্তিযুযোদ্ধা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।