ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লালমনিরহাটে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা
  • লালমনিরহাট প্রতিনিধি :
  • ২০২৩-১২-০৯ ০৭:০৬:২৯

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবীতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আতœহত্যা করেছে দুলু নামে এক প্রেমিক। শনিবার সকালে এমন ঘটনাটি ঘটেছে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায়।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকার আব্দুল আজিজের পুত্র দুলু (১৮)’র সাথে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সর্ম্পক ছিলো। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের। শুক্রবার মধ্য রাতে ওই মেয়ে বাড়িতে বিয়ের দাবীতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আতœহত্যার চেষ্টা করেন দুলু। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, বিষয়টি তিনি জেনেছেন। আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী