স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম নীলফামারীর সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি পরিদর্শন করেছেন।
গতকাল দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে গিয়ে কার্যক্রম পরিদর্শন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন।
সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক(প্রশাসন) হাফিজুল হায়দার চৌধুরী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ^াস, জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার মতবিনিময় সভায় বক্তব্য দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডু এবং সমিতির কার্যক্রম উপস্থাপন করেন সমিতির সভাপতি শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, এসডিজি বাস্তবায়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে।
তিনি বলেন, ইচ্ছে শক্তি থাকলে যে অনেক কিছু করা সম্ভব সেটার দৃষ্টান্ত এই সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি।