ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার (৩ ডিসেম্বর) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম। নবীনগর থানার ওসি মাহাবুব আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত সজল কান্তি দাস, এস আই হান্নান, এস আই আবুবক্কর সিদ্দিক সহ আরো অনেকেই।
খেলায় মোট ৬ টি দল অংশগ্রহণ করেন। আগামীকাল ০৪ ডিসেম্বর প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।