ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে অপর শিক্ষার্থী আটক
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-১২-০৩ ০৪:৩৫:৪৫

পটুয়াখালীর বাউফলে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আতিকুল ইসলাম(১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার পাকডাল গ্রামের ফজলুর রহমান রাহিমীয়া নূরানী মাদ্রাসা থেকে প্রায় দুইশ মিটার দূরে ফজলুর রহমান মুন্সি বাড়ির জামে মসজিদের টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুল পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের সরোয়ার সরদারের ছেলে। পুলিশের ধারনা বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থী তাকে হত্যা করেছে। 

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজের পরে ওই শিক্ষার্থী নিখোজ হয়। গতকাল তার সহপাঠী ইসমাইল হোসেনের আচরণবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই আতিকুলের লাশ উদ্ধার করে এবং ব্যাপক জিজ্ঞসাবাদে ইসমাইল বলাৎকারের পর তাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী