ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি আসনের বাছাইয়ে ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া:
  • ২০২৩-১২-০৩ ০৩:৫৫:০৯

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-১,২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়। এতে মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান, তাদের মধ্যে ৫ জনের সমর্থনকারী শতকারা ১ ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়ায় এবং অন্য আরেকজনের আয়করের সমস্যার কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়। যাদের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয় তারা হচ্ছেন

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান,রুমা আক্তার ও এটি এম মনিরুজ্জামান সরকার। এ আসনে প্রতিদ্বন্ধিতার জন্যে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয় তারা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহিস্কৃত উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান, আওয়ামীলীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন, জাকের পার্টির মো: জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: ইসলাম উদ্দিন, জাতীয় পার্টির মো:শাহনুল করিম, ওয়ার্কার্স পার্টির মো: বকুল হোসেন।

২ আসনে ১১ জন প্রার্থীর সবার মনোনয়ন ঘোষনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন ফিরোজুর রহমান,জহিরুল হক চৌধুরী ও কাজী জাহাঙ্গীর।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী