ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১২-০৩ ০৩:৫৩:৩৬

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের খয়রাত নগর রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

তিনি সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া এলাকার মৃত. জবান আলীর ছেলে। 

জিআরপি পুলিশ সুত্র জানায়, মানসিক ভাবে অসুস্থ্য ছিলেন ফয়জুল ইসলাম। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরেনি। খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। আজ সকালে ট্রেনে কাটা পড়ে মারা গেলে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন। 

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী