ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পালিয়ে যাওয়া কয়েদি বাবুবাজার থেকে উদ্ধার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২৯ ০৫:২৭:৩৭

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পলাতক আসামি মিন্টু মিয়াকে (২৮) বাবুবাজার ব্রিজের নীচ থেকে উদ্ধার করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম।

তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়া হ্যান্ডকাপসহ রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। এসময় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে।

এরআগে শনিবার (২৯ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া পালিয়ে যায়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা