ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস এবং এনজিও ফাউন্ডেশনে দিবস পালিত
  • মো. শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি:
  • ২০২৩-১২-০২ ০৮:১০:৪২

“প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংকা, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। ২ ডিসেম্বও বেলা ১১টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে নারীপক্ষের অধিকার (জঐজঘ) প্রকল্পের উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন(সাইডো) এ কর্মসূচীর আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, বিশেষ অতিথি নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো.মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা। এ সময় বক্তব্য প্রদান করেন সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল । 

এর পূর্বে যথাযথ মর্যাদায় এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ এলাকায় নলছিটি মডেল সোসাইটি, সাইডো ও মিতু সেতু চেরিট্যাবল সোসাইটির যৌথ  আয়োজনে র‌্যালী শেষে নলছিটি মডেল সোসাইটি(এনএমএস) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডাব ঝালকাঠী জেলা সহ-সভাপতি  ও নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খাঁন, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর। 

মোঃ আমির হোসেন'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কৃষি কর্মকর্তা মোঃ মহসিন হাওলাদার, মিতু সেতু চেরিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক মো: নুরুজ্জামান আকন প্রমুখ।

ময়মনসিংহ চুরখাই বাজার মৈশালী পুকুরপাড় জমি নিয়ে বিরোধ ও হামলার জেরে থানায় অভিযোগ
বাংলাদেশে ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছে
আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
সর্বশেষ সংবাদ