ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-১২-০২ ০৪:৪০:৩১

ঠাকুরগাঁও এর দ্বিতীয় বিভাগ ক্রিকেট  লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । ঠাকুরগাঁও জেলা ক্রীড়া  সংস্থার আয়োজনে শনিবার সকালে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া  সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য লুৎফর রহমান মিঠু, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আহ্বায়ক মো: মনোয়ার  হোসেন লেবিন, নির্বাহী সদস্য মোঃ তারেক হাসান প্রমুখ।

দ্বিতীয় বিভাগের ক্রিকেট লিগে প্রথম দিনে মাঠে নামে রুশ স্মৃতি সংসদ ও টাউন ক্লাব। এই লিগে ১৪ টি দল অংশগ্রহণ করেছে। এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই ১৪ টি দলকে অনুদান হিসেবে দশ হাজার টাকা  করে অনুদান  প্রদান করা হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স