ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২৩-১২-০২ ০২:০৮:৫৫
বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্দ্যোগে জেলা প্রশাসন চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূতি উদযাপনের শুভ সুচনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম মহিউদ্দিন আহমেদ। এসময় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় রাজারমাঠে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংঞ্চগ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়েন ব্রিহেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, পুলিশ সুপার সৈকত শাহীন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর, পৌর মেয়র মোঃ শামসুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আলোচনা সভায়, প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য শান্তি চুক্তির পর এখানে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। পাহাড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যারা সৃষ্টির চেষ্টা করবেন- তাদের আইনগতভাবে মোকাবেলা করে পাহাড়ি শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সেনা রিজিয়ন আয়োজনে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী