ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঝালকাঠির দুটি আসনে আমির হোসেন আমু ও শাহজাহান ওমর সহ ১৫জনের মনোনয়নপত্র দাখিল
  • মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি:
  • ২০২৩-১১-৩০ ১০:৪০:২৯
বা থেকে আমির হোসেন আমু, শাহজাহান ওমর, বজলুলহক হারুন
ঝালকাঠির দুটি আসনে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)সহ ১৫ জনে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে ৩০ নভেম্বর বিকেল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেল ানির্বাচন কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠির সহকারী রিটার্নিং অফিসার মোহা. আব্দুস সালেক। তিনি জানান, ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বজলুল হক হারুন (নৌকা), বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম), মামুন সিকদার (সাংস্কৃতিক মুক্তিজোট), জসিম উদ্দিন তালুকদার (তৃণমূল বিএনপি), আবুবকর সিদ্দিক (জাকেরপার্টি), এজাজুল হক (জাতীয়পার্টি) মনিরুজ্জামান মনির (স্বতন্ত্র), নুরুল আলম (স্বতন্ত্র), মোহাম্মদ ইসমাইল (স্বতন্ত্র), মুজিবুর রহমান মৃধা (স্বতন্ত্র) ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম (স্বতন্ত্র)। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেখানে তিনি দলীয় প্রতিক হিসেবে নৌকায় টিকচিহ্ন দিয়েছেন। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু (নৌকা), ফারুক আহম্মেদ (জাকেরপার্টি), নাসিরউদ্দিন (জাতীয়পার্টি), মো. ফোরকান (এনপিপি)। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম)’র মনোনয়নপত্র দাখিল নিয়ে ঝালকাঠি জেলা জুড়ে সর্বমহলে চলছে রাজনৈতিক গুঞ্জন। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে কে হবেন নৌকার মাঝি এমন টানাপোড়েন শুরু হয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের মাঝে। অপরদিকে এ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে চরম হতাশা। কি করবেন আর কোনদিকে যাবেন সেই দোটানায় পড়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত