ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১১-৩০ ০২:০৪:৫২

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এড়িয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার আরেকটি গেট দিয়ে চলে যান। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রায় আধা ঘণ্টা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে মার্কিন দূতাবাসের একটি গাড়ি পদ্মা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের ফটক দিয়ে ছেড়ে যায়। সেখানে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা।

কিছুক্ষণ পর বিকল্প পথ দিয়ে পিটার হাসের গাড়ি বেরিয়ে আসে। পিটার হাস এবং পররাষ্ট্র সচিবের মধ্যে আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

১১ দিনের ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। এর আগে ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রদূত ও কূটনীতিকরা তাদের পদ থেকে ছুটিতে নিজ দেশে বা অন্যত্র চলে গেলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা