ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার
  • এম এস সাগর, কুড়িগ্রাম:
  • ২০২৩-১১-৩০ ০০:৩০:০৬

কুড়িগ্রামে চাঞ্চল্যকর দেনমোহরের জেরে গৃহবধু হত্যা ঘাতক স্বামীকে চট্টগ্রাম থেকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে, কুড়িগ্রামের চিলমারী থানার রমনা এলাকার আমেনা বেগম (২৯) এবং উলিপুর হাতিয়া এলাকার মোঃ শাহাবুদ্দিন মিয়া (৪৭) এর প্রেমের সম্পর্কের মাধ্যমে গত (২৩অক্টোবর) বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের নির্ধারিত দেনমোহর ১লাখ ৫০হাজার টাকা পরিশেষে করে স্বামী এবং বিবাহের কিছুদিন পর থেকেই উক্ত দেনমোহরের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা চলতে থাকে এবং এর এক পর্যায়ে গত (৬নভেম্বর) দুপুরে প্রতিবেশী লোকজন ভিকটিমের ঘরে তালা মারা এবং জনালা দিয়ে দেখতে পায় সে ঘরের ভেতরে শুয়ে আছে পরবর্তীতে অনেক ডাকাডাকি করে কোন প্রতিক্রিয়া দেখতে না পেয়ে এলাকার লেকজন পুলিশে খবর দেয়।  চিলমারী থানা পুলিশ ঘটনার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামীর কোন সংবাদ না পাওয়ায় পরবর্তীতে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘাতক স্বামীর অবস্থান নিশ্চিত করে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহোযোগিতায় গত (২৭নভেম্বর) ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেখানো মতে ভিকটিমকে শ্বাস রোধকরে হত্যায় ব্যবহৃত কম্বল উদ্ধার করে চিলমারী থানা পুলিশ। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত ঘটনা একটি হৃদয় বিদারক ও কুড়িগ্রামের চাঞ্চল্যকর হত্যাকান্ড। চিলমারী থানা পুলিশকের চৌকস তদন্তে হত্যার মূল ঘটনা উদঘাটনসহ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। উক্ত বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম আলমান রয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত