ঠাকুরগাঁওয়ে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত। পিকেএসএফের সহযোগিতায় ইএসডিও'র বাস্তবায়নে বুধবার সকালে ইএসডিও'র এর প্রধান কার্যালয়ের সেমিনার হলে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) হাস্কিং মিলের পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে সাধারণ মানুষের প্রচলিত খাবার হিসেবে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ উপ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট দিনাজপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মানিক চন্দ্র রায়, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রতিনিধি মোঃ ফিরোজ আহম্মদ মোস্তফা, ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায়, ফায়ার সার্ভিস ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ঠাকুরগাঁও এর স্টেশন অফিসার সারোয়ার হোসাইন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মিল মালিক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালার শুরুতেই নিবন্ধন এবং পরিচয়পর্ব হয়। পরে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।এরপরে হাস্কিং মিলের পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে সাধারণ মানুষের প্রচলিত খাবার হিসেবে ফুল গ্রেইন চাল প্রক্রিয়াজাতকরণ উপ প্রকল্পের উপরে একটি ভিডিও ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়। এবং সেই সাথে উক্ত প্রকল্পের তথ্য তুলে ধরেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো: আবু বক্কর সিদ্দিক। পরিশেষে প্রকল্প সমাপনী কর্মশালায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। চারজন মিল মালিকের মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়, এবং মিল মালিকদের পক্ষ থেকে ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান কেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।