পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি (একটানা ৩ বারের সংসদ সদস্য) পাবনা সদর আসনে চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার নমিনেশন প্রদান করায়, গোলাম ফারুক প্রিন্স এমপি কে পাবনার সাংস্কৃতিক কর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
সন্ধ্যায় যে সকল সাংস্কৃতিক কর্মী ফুলেল শুভেচছা জানায় যথাক্রমে, থিয়েটার ৭৭ পাবনার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো'র সহ সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, এটিউন ব্যান্ডের পরিচালক মাহাবুবুল আলম লিটন,সোনার বাংলা মা একাডেমির সভাপতি মোঃ সাইদুর রহমান, মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ সুমন আলী,আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো সদর উপজেলার সভাপতি মাহফুজুল হক, থিয়েটার ৭৭ এর সভাপতি মোরাকরম হোসেন,মিডিয়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ কাজল, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি প্রাবন্ধিক মাসুদ হাসান রনি,রংবেরঙ এর সভাপতি কবিও কণ্ঠশিল্পী উত্তম কুমার প্রমুখ।