ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত হলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা
  • ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৯ ০৫:৫৪:২৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ  উপজেলা কে  ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। বুধবার  ( ২৯ নভেম্বর ) সকালে পীরগঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে ইএসডিও এবং আইএলও এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত উপজেলা  ঘোষণা  সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   পীরগঞ্জ   উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির  । 

সভায়  উপজেলা চেয়ারম্যান ও  উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ আখতারুল ইসলামের সভাপতিত্বে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইএসডিও কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ সেখ, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাত,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব জিন্নাত আরা ইয়াসমিন,  ইএসডিও’র সিনিয়র এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং প্রকল্পের ফোকাল পার্সন নির্মল মজুমদার, ইএসডিও’র এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ্ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী  মোস্তফা কামালের। 

এ সময়  প্রধান অতিথি বলেন,  আজকে যাদেরকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত করা হয়েছে তাদের কাজ হচ্ছে তাদের চারপাশে মানুষদের সচেতন করতে হবে। আজকে  এই ঘোষণার মাধ্যমে একটা মাইল ফলক তৈরি হল তবে সকলকে সচেতন হতে হবে, যাতে তারা আবার   ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সাথে যুক্ত হতে না পারে।’

সর্বশেষে সভার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির উপদেষ্টা  আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পীরগঞ্জ উপজেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে কাজ করার জন্য ইএসডিও এবং আইএলওকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য   যে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)’র সহায়তায় ইএসডিও ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় সিএলএমএস প্রকল্প বাস্তবায়ন করছে। যার মূল লক্ষ্য ঠাকুরগাঁও জেলাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত করা। প্রথম পর্যায়ে ৫৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভাকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে উপজেলাগুলির মধ্যে  বালিয়াডাঙ্গী এবং পীরগঞ্জ উপজেলাকে ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে অবশিষ্ট তিনটি উপজেলাকে ঘোষণা করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী