ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান আর নেই
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২৯ ০৫:২২:১৯

একুশে পদক প্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রাহাত খানের পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ডায়াবেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হলে তার পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। এর পাশাপাশি তার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এ কারণে তার চিকিৎসার প্রক্রিয়া জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন তিনি।

রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাংবাদিক হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। বিখ্যাত সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি করা।

দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নরসিংদীতে দুটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগকে আলোচনা  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ