আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার আয়োজনে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ে অদ্য ২৯ নভেম্বর সকাল সাড়ে এগারোটায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সহ সভাপতি এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন সহ জেলা আওয়ামী লীগের, যুবলীগ,ছাত্র লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৪র্থ বারের মতো গোলাম ফারুক প্রিন্স এমপি কে নৌকা প্রতীক বরাদ্দ করায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল ভেদাভেদ কোন্দল ভুলে আবারও নৌকা কে বিপুল ভোটে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করে।