ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী মোকতাদির
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া:
  • ২০২৩-১১-২৯ ০৩:২৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ বুধবার বেলা পৌনে ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এসময় মোকতাদির পত্নী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত তার সাথে ছিলেন। এরআগে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে দোয়া এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি। সেখানে হরতাল-অবরোধ বিরোধী দলের এক শান্তি সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন। 

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্ধিতার জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮ প্রার্থী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী