ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লালমনিরহাট ৩ আসনের জাতীয় পার্টির প্রার্থীকে গণসংবর্ধনা
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট :
  • ২০২৩-১১-২৮ ২৩:২৮:৪৯

লালমনিরহাট ৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক  জাহিদ হাসান লিমনকে গণসংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে শহরের বিডিআর রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত  গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এ সময় জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে তিস্তা সড়ক সেতুতে পৌঁছালে সেখানেও ফুলেল শুভেচ্ছা জানান পার্টির নেতৃবৃন্দ।

দীর্ঘদিন থেকে লালমনিরহাট-৩ সংসদীয় আসন মহাজোট মনোনীত জাতীয় পার্টির দখলে ছিলো। দুই দশক ধরে এই আসনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বর্তমান চেয়ারম‌্যান জিএম কাদের এমপি ছিলেন। তবে এবারে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

এদিকে তাকে দলীয় প্রার্থী দেওয়ার খবরে বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল জাতীয় পার্টি। দলীয় মনোনয়ন পাওয়ায় তারা আনন্দ মিছিল বের করে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী