ঢাকা সোমবার, মে ১৩, ২০২৪
মেসির ‘ইংলিশ ফুটবল’ দেখার অপেক্ষায় ক্লপ
  • ডেস্ক প্রতিবেদন:
  • ২০২০-০৮-২৯ ০৫:১৯:২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের ধনী ক্লাবের একটি লিভারপুল। কিন্তু তারা মেসিকে কেনার কথা ভাবেইনি। ম্যানচেস্টার সিটিতে মেসির আসার খবর শুনেছেন। চেলসি-ম্যানইউও নাকি মেসিতে নজর রাখছিল। কিন্তু অলরেডস কোচ জার্গেন ক্লপ ভাবেননি। কারণ মেসি তাদের জন্য নয়। মেসির অ্যানফিল্ডে আসার তাই কোন সুযোগই নেই।

লিভারপুলকে লিগ শিরোপা জেতানো কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘আগ্রহ? মেসিকে কে দলে চায় না বলুন? কিন্তু তার আমাদের দলে আসার সুযোগ নেই। মেসি আসলে আমাদের জন্য নয়। আমরা তাই মেসির ব্যাপারে ভাবনাও শুরু করিনি। তবে সে ভালো ফুটবলার। মানতেই হবে।’

মেসির ম্যানচেস্টার সিটিতে আসার জোর সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। লিভারপুলের লিগ প্রতিদ্বন্দ্বী সিটিতে মেসির মতো তারকার আসার ব্যাপারটা কিভাবে নিচ্ছেন এমন প্রশ্নে ক্লপ বলেন, ‘ম্যানসিটিকে এটা অবশ্যই সহায়তা করবে। তাদের এমনিতেই হারানো কঠিন। মেসি আসলে সেটা আরও কঠিন হয়ে যাবে। প্রিমিয়ার লিগের জন্যও এটা ভালো। বিশ্বের সেরা ফুটবলারের এই লিগে আসা অবশ্যই ভালো। আমি জানি না, ইংলিশ লিগে কোন ধাক্কার দরকার আছে কি-না। তবে মেসি আসলে লিগ আরও এগোবে।’

মেসি তার ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনার হয়েই খেলেছেন। বার্সার একাডেমিতে গড়ে ওঠা তার। বার্সার জার্সিতে ১৬ বছর খেলছেন সর্বোচ্চ পর্যায়ের ফুটবল। মেসির লা লিগার ফুটবল, সেখানকার দল সম্পূর্ণ মুখস্ত। কিন্তু অন্য লিগের ফুটবল সম্পর্কে তেমন ধারণা নেই তার। বিশেষ করে ইংলিশ লিগের ফুটবল সম্পর্কে। ক্লপ তাই বলেছেন, ‘মেসি স্পেন ছাড়া কোথাও খেলেনি। এখানকার ফুটবল একটু আলাদা। সে এখানে কিভাবে মানিয়ে নেয় দেখতে মুখিয়ে আছি। দেখতে পারবো কি-না জানি না।’

 

বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ