ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় অবরোধ সমর্থন ও সফল করতে বিএনপির মশাল মিছিল
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৩-১১-২৮ ১১:৫৮:৩৭

ভোলায়  অবরোধ সমর্থনে  বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের পুরাতন যুগীরঘোল থেকে শুরু হয়ে উকিল পাড়া গিয়ে এ মশাল মিছিলটি শেষ হয়।বুধবার (২৯ নভেম্বর) বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধের সমর্থন ও সফল করতে জেলা বিএনপি এই মশাল মিছিল করে। মিছিলে নেতৃত্বে ভোলা সদর  উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন মনির, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, ভোলা জেলা যুবদল নেতা ওমর ফারুক, আরশাফুল আলম ফিরোজ, মোঃ বাপ্পি,  মোঃ আমিরুল ইসলাম মাসুম, বিয়াদ হাওলাদার, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক মোঃ সফি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুউদ্দিন হাওলাদার,ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, মোঃ নয়ন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মশাল মিছিল শুরু হওয়ায় সেখানে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তৎপর হয়ে উঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ মশাল মিছিলকারীদের ধাওয়া দেওয়ার আগেই মিছিলকারীরা সটকে পড়েন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী