ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নবীনগরে আওয়ামী লীগের ৪ জন সহ মোট ১০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৮ ১১:৩৫:৩৫

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও স্বতন্ত্র থেকে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, একেএম মমিনুল হক সাঈদ, ব্যারিস্টার নজরুল ইসলাম নবী। এছাড়া জাতীয় পার্টি থেকে দুই জন মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনূর রশিদ, মোবারক হোসেন দুলু। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে আখতার হোসেন সাঈদ। ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা মেহেদী হাসান। স্বতন্ত্র থেকে মোস্তাক, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে জামাল সরকার , সহ মোট ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। 

উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী জানান, নবীনগর থেকে ৯ জন ও ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন অফিস থেকে একজন সহ সর্বমোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা