ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে তুহিন পরিবহনে অগ্নিকাণ্ড
  • বদিউজ্জামান রাজাবাবু , চাঁপাইনবাবগঞ্জ:
  • ২০২৩-১১-২৮ ০৬:৪৫:৪৯

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মেরামতকালে তুহিন পরিবহন নামে ঢাকা কোচের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, শহরের ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের একটি বাসে কাজ করছিলেন শ্রমিকরা। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এটি কোনো নাশকতা নয়। বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগেছে। এতে শ্রমিক আইয়ুব আলী আহত হয়েছেন। 

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন সহ অনেকে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী