ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
দিনাজপুর কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৩-১১-২৮ ০৬:৩৮:৪৪

দিনাজপুর কাহারোলের  বীরগঞ্জ-কাহারোল রোড়ে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পঞ্চগড় থেকে বিরলের উদ্দেশ্যে আসার সময় ধানবাহি একটি ট্রাকে আগুন  দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার কাহারোল থানায় অজ্ঞাত দুস্কৃতদের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ। 

গত ২৬ নভেম্বর আনুমানিক রাত দেড়টার সময় ৪টি মটর সাইকেল ও ৬-৭জন হেলমেড পড়া দুর্বৃত্তরা ট্রাকটিকে ছিগনাল দিয়ে থামায়। পেট্রোলের বোতল ছুড়ে মেরে ট্রামে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন-ব্যাটারি ও ৩০ বস্তা ধান পুড়ে যায়। 

রবিবার দিবাগত রাত দেড়টার  দিকে উপজেলার কাহারোল-বীরগঞ্জ আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর এলাকায় ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। 

ট্রাকটির ড্রাইভার মোঃ লিটন রেজা ট্রাক থামানোর কারন জানতে চাইলে দুর্বুত্তরা অর্কথ্য ভাষায় গালি গালাজ করেন এবং অবরোধ চলাকালীন সময়ে গাড়ী বের করেছ কেন বলতে বলতে ধানের ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়ে দুর্বুত্তরা পালিয়ে যায়।

ট্রাক চালকের সহকারি ইমরান হোসেন(২৪) বলেন, পঞ্চগড়ের হাড়িভাসা এলাকায় ধান লোড করেছি। সন্ধ্যার কিছু পরে সেখান থেকে রওনা করেছি। রাত আনুমানিক দেড়টায় মোহাম্মপুর প্রাইমারি স্কুলের সামনে হঠাৎ গাড়ির সামনে ৪টি মোটরসাইকেল ব্যানিকেড দেয়। মোট ৬জন ছিলো। প্রথমে গাড়ির গ­াসে ইট ছোড়েন। পরে ওস্তাদ (লিটন মিয়া-৩৮) গাড়ি থেকে নামলে তাকে ধাক্কাধাক্কি করতে থাকেন। এসময় হঠাৎ দেখি গাড়িতে আগুন জ্বলছে। মূহুর্তে দাউদাউ করে জ্বলতে থাকে। ইঞ্জিন-ব্যাটারি সব জ্বলে গেছে। ৩০-৪০টার মত ধানের বস্তা পুড়ে গেছে।

চালক লিটন মিয়া জানান, মোট ৬জন ছিলো। প্রত্যেকের মাথায় হেলমেট ছিলো। তাকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলো দৃর্বুত্তরা। 
      
এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) ফরি“ক হোসেন বলেন, ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে যাই। ততক্ষনে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। ট্রাকটি এখন পুলিশী হেফাজতে কাহারোল থানায় আছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ