অবৈধ তফসিল বাতিল ও এক দফা দাবি আদায়ে সপ্তম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের পিটিআই এলাকায় জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এ সময় বিএনপির ঘোষিত এক দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলটি ভোলা পিটিআই এর সামনে থেকে শুরু হয়ে পানের আড়ৎ এর সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, ভোলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, ভোলা জেলা যুবদল নেতা ওমর ফারুক, মোশারফ শিকদার, মোঃ বাপ্পি, মোঃ আমিরুল ইসলাম মাসুম, বিয়াদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুউদ্দিন হাওলাদার,ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, বশির খন্দকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম প্রমুখ।
বিক্ষোভকারীরা ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের দাবি জানান।
ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, দমন পীড়ন ও গনগ্রেপ্তার করে এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই রাজপথের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।
এদিকে অবরোধের কোন প্রভাব পড়নি ভোলা-চরফ্যাশন সড়কে। দূরপাল্লার যান ও অভ্যান্তরের সড়ক গুলোতে ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
তবে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা রয়েছে সর্তক অবস্থানে।