ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে গুড নেইবারস’র বৃত্তি ও উপকরণ পেলো ১৩২১ শিক্ষার্থী
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৮ ০৪:৫১:২০

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে ১২১ জনকে শিক্ষাবৃত্তি হিসেবে ২লাখ ৮২ হাজার টাকা ও ১ হাজার ২০০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

সোমবার বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান। 

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ফ্যাসিলেটেটর মতিউর রহমান আকাশ। 
এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০জনের মাঝে ৫০হাজার এবং এসএসসি ও এইচএসসি শিক্ষার্থী ১১৬জনকে ২ হাজার করে ২লাখ ৩২হাজার টাকা এবং ১হাজার ২’শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডু জানান, উপকারভোগীরা সদরের সংগলশী ও সোনারায় ইউনিয়নের শিক্ষার্থী।
 
এসএসসির ফরম পূরণ, এইচএসসিতে ভর্তি এবং বিশ্ববিদ্যালয়ের  ভর্তি ফি হিসেবে হিসেবে বৃত্তি প্রদান করা হয়। উপকারভোগীদের এছাড়াও প্রাথমিক শিক্ষার্থীদের উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, পেন্সিল বক্স দেয়া হয়। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত