রাজশাহীর দুর্গাপুর ফাযিল মাদ্রাসা থেকে অংশ গ্রহনকারী পরীক্ষার্থীরা কৃতিত্বের সাথে শতভাগ সাফল্য অর্জন করেছে।
দুর্গাপুর ফাযিল মাদ্রাসা শিক্ষার্থীদের শতভাগ সাফল্যে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমীক সুপারভাইজার, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষানুরাগী, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার সূধীজন মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষক মন্ডলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
দুর্গাপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নাজমুল হক জানান, ২০২৩ সনে বাংলাাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ফাযিল পরীক্ষায় দুর্গাপুর ফাযিল মাদ্রাসা হতে ৫২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সকলেই উত্তীর্ণ হয়েছে।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা জানায়,আমাদের এই সফলতার জন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকমন্ডলীদের ভুমিকাই মুখ্য।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬জন জিপিএ-৫ সহ সকলে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। দুর্গাপুর ফাযিল মাদ্রাসা হতে ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
সফলতার ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটিসহ সবার সহযোগীতা কামনা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও: আলহাজ্ব মো. আলতাফ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক দুর্গাপুর ফাজিল মাদ্রাসা হতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শতভাগ সাফল্যে সন্তোষ প্রকাশ করে জানান, শিক্ষকরাই শিক্ষার্থীদের নিবেদিত প্রাণ। মাদ্রাসার অধ্যক্ষ মাও: আলহাজ্ব মো. আলতাফ হোসেন সহ সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার কারনেই এমন সুন্দর একটি ফলাফল সম্ভব হয়েছে।