ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
আ’লীগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২৯ ০৫:০৭:২১

আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহিলা শ্রমিক লীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘বিরোধীশক্তি নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন,‘দেশ যখন সমৃদ্ধির পক্ষে এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা