ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যারা
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৬ ২৩:১৩:৩৮

দ্বাদশ  সংসদ নির্বাচনের জন্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এখানে বর্তমান সযসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পরিবর্তে সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে মনোনয়ন দেয়া হয়েছে। 

২৬ নভেম্বর, রবিবার বিকেলে গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে মনোনয়ন পেয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ১৩জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দীর্ঘ ৫০ বছর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু। এই আসনেও ১৩ জন মনোনয়ন চেয়েছিলেন

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন- এই আসনে চতুর্থবারের মতো দলীয় মনোনয়নপত্র পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, ও আসনের টানা তিনবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন এই আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহ আলমসহ ৭জন প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর)- এই আসনে দলীয় মনোনয়ন রদবদল করা হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে মনোনয়ন দেয়া হয়নি। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। এই আসনে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলসহ ১২জন প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসন- এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসন থেকে চারবার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম। এই আসনে ১২জন প্রার্থী ছিলেন।

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে