ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১১-২৬ ০৬:১৯:৫৪

নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর দশম বার্ষিক সাধারণ সভা গতকাল সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, নীলফামারীর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীরুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডু বক্তব্য দেন।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক তৃপ্তি রানী রায়। 
সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমিতিতে উপজেলা পরিষদের পক্ষ্য থেকে তিনটি সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সিনিয়র ব্যবস্থাপক সুব্রত টুডু বলেন, প্রায় ছয়’শ নারী এই সমিতি পরিচালনা করছেন। সমবায় আন্দোলনে বিশেষ ভুমিকা পালছেন তারা। এরফলে অর্থনৈতিক পরিবর্তন যেমন ঘটছে তেমনি উৎপাদনমুখী নানা কার্যক্রম পরিচালনা করছে তারা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী