ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে কাভার্ডভ্যানের সঙ্গে রিক্সা ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত: আহত-৩
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৩-১১-২৬ ০১:৩৩:৪৯

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত রিক্সা ভ্যানের সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও ৩ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে ভ্যানচালক লালু (৪৫) ও চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ (৫০)।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, 'শনিবার রাতে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লালু ও মজিদ। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ মরদেহ উদ্ধার করা করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'

স্থানীয প্রত্যক্ষদর্শী মজিবর রহমান জানান, চন্ডিপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক লালু নিহত হন। আহত হন চার ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত