ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ উদ্বোধন
  • মো. সাফিউল আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • ২০২৩-১১-২৫ ০৭:৩৪:১৭

"মাদককে না বলি, মাদক ছেড়ে মাঠে আসি" এই শ্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদ স্মৃতি ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উক্ত টুর্ণামেন্টে সর্বমোট ২৪ টি দল অংশগ্রহণের মাধ্যমে আজ নবীনগর ক্রিকেট একাডেমি বনাম জল্লী-বাড্ডা ক্রিকেট ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ খাইরুল আমিনের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দীন, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুসা, নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত সজল কান্তি দাস, রুপালী ব্যাংক নবীনগর শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আজহার হোসেন জামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন শিপন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, নিউ পাকশী ফেব্রিক্স এন্ড ফ্যাশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী হোসেন টুটুল প্রমূখ।

উক্ত উদ্বোধনী খেলায় জল্লিবাড্ডা একাদশ টসে জিতে বেটিং এর সিদ্ধান্ত নেন, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেন, জবাবে নবীনগর ক্রিকেট একাডেমি সবকয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান করে, ফলে  জল্লিবাড্ডা ক্রিকেট ক্লাব ৪৪ রানে জয় লাভ করে। ৩৬ বলে ৭৪ রান করে ম্যাচ সেরা মো. আকরাম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটি বশির আহমেদ সবুজের পরিচালনায় আজকের খেলায় অ্যাম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন বাবু ও মো. দেলোয়ার হোসেন সোহাগ এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন রাসেল আহমেদ নুরুন্নবী।

সার্বিক সহযোগিতায় ওমর ফারুক, আনাছ, আসিফ, জয়, মুক্তার, জুনাইদ, জুবাইদ, সাব্বির, রাফসান, রেজভী, শুভ।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স