ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বাজারের অস্থিরতায় বিপণনকে দায়ী করলেন ভোক্তার ডিজি
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১১-২৫ ০৫:৪৫:৩৪

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, বিপণন ব্যবস্থার ত্রুটির কারণে অদৃশ্য হাতের কারসাজিতে সরবরাহ কমিয়ে দিয়ে বাজারকে অস্থির করা হচ্ছে। বিপণন ব্যবস্থার ত্রুটির কারণেই বাজারের অস্থিরতা কাটছে না। এ জন্য ৮টি কোম্পানির বিরুদ্ধে রায় প্রস্তুত করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা-অধিকার নিয়ে সচেতনতা শীর্ষক ছায়া সংসদ বিতর্কের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তার ডিজি।

তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মূল্য নির্ধারণ করে দেয়া যায় না। বাজার নিজস্ব গতিতে চলবে। তবে বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী রয়েছে। মূলত তাদের বিরুদ্ধেই সরকারের অবস্থান।

আলুর দাম প্রসঙ্গে ভোক্তার ডিজি বলেন, আলুর মূল্য বৃদ্ধির কোনো কারণ থাকতে পারে না। এসময় এলসি (ঋণপত্র) সংকট থাকার বিষয়টিও স্বীকার করেন তিনি।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ