ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঠাকুরগাঁওয়ে প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • ২০২৩-১১-২৫ ০৫:৪২:১২

ঠাকুরগাঁওয়ে প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সহযোগিতায় ইএসডিওর বাস্তবায়নে শনিবার ইএসডিও'র প্রধান কার্যালয়ের সেমিনার হলে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)'র  পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্যোগ উপ প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক  ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, পিকেএসএফের এজিএম মোঃ হাবিবুর রহমান,  ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ.কে.এম নুরুল হাসান, ঠাকুরগাঁও বিএমডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও এলজিডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সফিউল আলম, ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হক, ঠাকুরগাঁও এলজিডির সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান প্রমুখ।
 
এছাড়াও সভায় প্রকৌশলী, পিকেএসএফ প্রতিনিধি , ঠিকাদার, গণমাধ্যম কর্মী, উদ্যোক্তাসহ ইএসডিওর উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভার  শুরুতেই নিবন্ধন এবং পরিচয় পর্ব হয়। পরে  পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী" প্রকল্পের বিষয়ে উপস্থাপনা এবং ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। এরপরে এসইপি "পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী" প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরেন। পরে প্রকল্পের সমাপ্তিকরন  সভায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী