ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালী-১ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন নান্নু
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১১-২৪ ০৬:৩৬:১৭
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন গ্লোবাল টিভি পটুয়াখালী জেলা প্রতিনিধি এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু। তিনি মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকার ৩৩ তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৬ তলায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। জানা যায়, গ্লোবাল টিভি ও দৈনিক বাংলাদেশের খবর এর পটুয়াখালী জেলা প্রতিনিধি এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু একজন কৃষিবিদ পাশাপাশি এলএলবি অনার্স সম্পন্ন করেছেন, এছাড়াও তিনি ফার্নিচারের ব্যবসার সাথে জড়িত আছেন, তার বাবা সাবেক শিক্ষা অফিসার ছিলেন, পটুয়াখালী শহরের জলের কল সড়কে নিজস্ব বাসায় থাকেন, পটুয়াখালী লতিফ মিউনিসিপাল সেমিনারি স্কুলে অল্প কিছুদিন পড়াশোনার পরে তার বড় ভাইয়ের চাকরির সুবাদে নরসিংদী চলে যান এরপর ঢাকায় পড়াশোনা করেন। ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর থেকে কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত ছিলেন না বলে দাবি করেন। তৃণমূল বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু বলেন, আমি এক সময়ে জাতীয়পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলাম দীর্ঘ সময়ে রাজনীতি থেকে বিরত থাকার পরে এখন আবার তৃণমূল বিএনপিতে যোগদান করেছি। পটুয়াখালীর মানুষের ভাগ্যের উন্নয়ন তথা পটুয়াখালীর অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে তাই নতুনত্ব কিছু দেওয়ার জন্যই আমার এই তৃণমূল বিএনপিতে যোগদান। আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে পটুয়াখালী ১ আসনে এখনো যেসব উন্নয়নমূল কাজ বাকি রয়েছে সে কাজগুলো সম্পন্ন করবো এছাড়াও সাধারণ জনগণের পাশে থেকে কাজ করব।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ