ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ হাফিজুর রহমান ও ড. শাহজাদা সেলিম- সাধারণ সম্পাদক
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১১-২৪ ০৬:২৭:৪৩
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির ২০২৩-২০২৫ মেয়াদে ড. মোহাম্মদ হাফিজুর রহমান সভাপতি ও ড. শাহজাদা সেলিম- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ এন্ডোকাইন সোসাইটি আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক এন্ডোক্রাইন সম্মেলন ও ১১ তম সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন ড. ফারিয়া আফসানা -সভাপতি (নির্বাচিত), প্রফেসর ড. লিয়াকু আহমেদ খান- সহ-সভাপতি, প্রফেসর ড. মো. আজিজুল হক- সহসভাপতি, প্রফেসর মো. ফিরোজ আমিন- সহসভাপতি, ড. শাহজাদা সেলিম- সাধারণ সম্পাদক, ড. আবুল বাশার মো. কামরুল হাসান- সহ সাধারণ সম্পাদক, ড. নাজমুল কবির কোরেশী- কোষাধ্যক্ষ। ড. মির্জা শরিফুজ্জামান -সাংগঠনিক সম্পাদক। সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন ড. মারুফা মুশতারী- ড. মোহাম্মদ রিপন, ড. মোহাম্মদ মতিউর রহমান, ড. মোহাহম্মদ আব্দুল হান্নান (তারেক), ড. এস এম মহিউদ্দীন, ড. মো. লুৎফুল কবির, ড. মোহাম্মদ শাহ আলম ও ড. নুর এ মুসাব্বির। ড. আহমেদ সেলিম মীর- প্রকাশনা সম্পাদক, ড. তাহনিয়াহ হক- আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, ড. এম সাইফুদ্দিন- বৈজ্ঞানিক ও গবেষণা সম্পাদক, ড. আফসার আহম্মেদ- দপ্তর সম্পাদকব। এছাড়া সদস্যরা হলেন প্রফে. ড. এম এ হাসনাত, ড. আহসানুল হক আমিন, ড. শাহরিয়ার আহমেদ, ড. সুলতানা মারুফা শেহফিন, ড. মোহাম্মদ মাহবুব ইফতেখার, ড. সৌরভ সরকার, ড. মোহাম্মদ আবু বকর, ড. আহমেদ ইফরাদ বিন রওনক, ড. লালা সৌরভ দাস, ও ড. শাহীন ইবনে রহমান।
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮