ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
সংবিধান মেনেই ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে---নির্বাচন কমিশনার (ইসি)
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-১১-২৩ ১২:১৬:২৭
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের ওপর কোনো অভ্যন্তরীণ বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। নির্বাচন কমিশন কোনো চাপে বিশ্বাসী নয়। সংবিধান মেনেই আগামী ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকের এই পরিস্থিতিমূলক সভা। দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।যেভাবে করণীয় সংবিধানকে সমুন্নত রেখে কাজ করে যাচ্ছি। আশা করি সামনের দিনে আরও ভালো হবে। আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু, অংশগ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। আসন্ন নির্বাচনে যাতে সবাই সমন্বিত হয়ে কাজ করতে পারে, এই বার্তাটি দেওয়াই আজকে আমার মূল লক্ষ্য। এবার। প্রার্থী ও ভোটারদের সর্বোচ্চ নিরপত্রের ব্যবস্থা করা হবে '। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ‘রাজনৈতিক দল কী করবে সেটা দলের ব্যাপার। দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনো দলের সঙ্গে আমরা কোনো বৈঠকও ডাকিনি। সংলাপ হবে আমরা বলিনি, এ পর্যন্তই। কে কোনভাবে কী করবেন, কাকে প্রার্থী দেবেন এটা তাদের সিদ্ধান্ত। এতে আমাদের কোনো ভূমিকা নেই।’ নির্বাচন কোনো চাপে বিশ্বাসী না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেন, 'আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সুষ্ঠু, অংশগ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। সবাই আমাকে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা সবাই প্রস্তুত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।' অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো. আবু জাফরের সভাপতিত্বে ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেয়।
পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ