ঠাকুরগাঁওয়ে ৬৮ লক্ষ ৪১ হাজার টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- ঠাকুরগাঁও প্রতিনিধি :
-
২০২৩-১১-২৩ ১২:১৪:০৫
- Print
গত ৫ বছরে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা থেকে জব্দ করা বিপুল মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) বেলা ১২ টায় ঠাকুরগাঁও -৫০ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৮ লক্ষ ৪১ হাজার ৮১ টাকা। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব মাদক বিজিবির হাতে ধরা পড়ে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ জানান, ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল ১০৭৭৭ বোতল,ভারতীয় মদ ৮২বোতল ও ১৪ প্যাকেট,বাংলা মদ ৩.৫ লিটার,গাঁজা ১২কেজি,ইয়াবা ট্যাবলেট ৩৭৬ পিস,ভারতীয় স্কপ সিরাপ ৩১ বোতল,ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০৩৯৮ পিস,ভারতীয় পাতার বিড়ি (২১ প্যাক) ১৬৮ পিস,ভারতীয় কিষান কিষানী (খইনী)০১ প্যাকেট,রাজ নিয়াস (খইনী)০২ প্যাকেটজাফরানী জর্দা ০২প্যাকেট আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্যসমূহ বৃহস্পতিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির কার্যালয়ে ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার।
শফিকুজ্জামান, পিএসসি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটার উপরে ভিত্তি করেই বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডারে কাজ করে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে । বর্ডারে কোন প্রকার যেন মাদকদ্রব্য না আসতে পারে সে ব্যাপারে আমাদের সৈনিকরা সব সময় চেষ্টা করছে । আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যুব সমাজ যাতে মাদকের কোরাল গ্রাসে নিমজ্জিত না হয়। সেজন্য আমরা বর্ডারে সব সময় কাজ করে যাচ্ছি। সবার সার্বিক সহযোগিতায় মাদককে আমরা না বলতে পারব। এবং মাদক সংক্রান্ত যে কোন অপরাধ আমরা নির্মূল করতে সক্ষম হব।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, এসপিপি, পিএসসি, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমানআরা বেগম বন্যা , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় প্রমুখ।