ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৮-২৮ ০৭:৫১:৩৯

স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবে বলেন, আমি চাই না দায়িত্বে থাকা অবস্থায় কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমার শারীরিক সমস্যা কোন বাধা হয়ে দাঁড়াক। নিজের মেয়াদ পূর্ণ করতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমা চাইছি।

২০১২ সালে দায়িত্ব গ্রহণের পর গত বছরে জাপানের ইতিহাসে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন শিনজো আবে।

এর আগেও ২০০৭ সালে স্বাস্থ্যগত সমস্যার কারণে আচমকা তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

বিবিসি জানিয়েছে, শিশুকাল থেকেই স্বাস্থ্যগত একটি জটিল সমস্যায় ভুগছেন শিনজো আবে।

ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত
জলবায়ু তহবিলে ৩০০ বিলিয়ন ডলার দিতে রাজি ধনী দেশগুলো
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২