ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ভোটের আগে দিল্লি সফরের কারণ জানালেন পররাষ্ট্রসচিব
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১১-২২ ০৮:২৪:৫০

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করতে আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ বিষয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আলাদা কোনো বার্তা নিয়ে ভারতে যাচ্ছি না। ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

তিনি বলেন, অপ্রয়োজনীয় অন্য কোনো লুকোনো এজেন্ডা আছে বলে আমি মনে করি না। যেহেতু নির্বাচন সামনে, তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবহিত করতে পারব।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু ঢাকায় দূতাবাস নেই এমন দেশের সংখ্যা ৯০। এ সফরে দিল্লিতে থাকা সেসব দেশের মিশন প্রধানদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে। তাদের কাছে সুষ্ঠু নির্বাচন করতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

মাসুদ বিন মোমেন বলেন, এটি নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ, বিশেষ কোনো রাজনৈতিক বার্তা নেই।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা