ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-২২ ০৫:৪১:১৫

সিরাজগঞ্জে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে  সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল ১০ টায়  চকশিয়ালকোলের সার্কিট হাউস সংলগ্ন কেন্দ্রে  এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন  ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন। এতে  সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি  জিয়াউল করিম। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মাহবুব আলম, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাহবুর আলম  প্রমূখ। 

বক্তারা বলেন, "মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম "একটি আর্দশ প্রতিষ্ঠান। এখানে শিশুদের সকল বিষয়ে শিক্ষা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদুল ইসলাম বাদশা। 
 
এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষিকা মোছাঃ সামিয়া খাতুন সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে  শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

দিনাজপুর বোর্ডে  এইচএসসি পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
এইচএসসির ফল  প্রকাশ ১৫ অক্টোবর